কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
দয়াল যদি এলেন ঘরে
এমন করে আর কত
কুটিল মোহের অতল তলে
রইবি ডুবে অবিরত?
তাঁর নয়নের পরশে ঐ আবিল কলুষ যায় দূরে,
বৃত্তি বাঁধন ছিন্ন হয়ে মাটির ধূলায় রয় পড়ে।
মুক্তি লভি আবার যে রে
পরম পাপীও দাঁড়ায় ফিরে।।
পরম গতি লভে সবাই বাঁচার পথে রয় নিয়ত।
ভবরোগের নিদান দিতে এলেন যখন দয়াময়,
বেভুল পথে চলবে কে আর বন্ধ ঘরে কে বা রয়?
নয়নধারে চরণ তাঁহার ধোয়াবি কে আয় না এবার।।
দয়াল ত্রাতা ভুবন জুড়ে নাই তো এমন আর কেহ রে,
বাঁচাবাড়ার পথ দেখাতে কে আর পারে তাঁহার মত?
১লা সেপ্টেম্বর সৎসঙ্গ ২০০৯
দয়াল যদি এলেন ঘরে
এমন করে আর কত
কুটিল মোহের অতল তলে
রইবি ডুবে অবিরত?
তাঁর নয়নের পরশে ঐ আবিল কলুষ যায় দূরে,
বৃত্তি বাঁধন ছিন্ন হয়ে মাটির ধূলায় রয় পড়ে।
মুক্তি লভি আবার যে রে
পরম পাপীও দাঁড়ায় ফিরে।।
পরম গতি লভে সবাই বাঁচার পথে রয় নিয়ত।
ভবরোগের নিদান দিতে এলেন যখন দয়াময়,
বেভুল পথে চলবে কে আর বন্ধ ঘরে কে বা রয়?
নয়নধারে চরণ তাঁহার ধোয়াবি কে আয় না এবার।।
দয়াল ত্রাতা ভুবন জুড়ে নাই তো এমন আর কেহ রে,
বাঁচাবাড়ার পথ দেখাতে কে আর পারে তাঁহার মত?
১লা সেপ্টেম্বর সৎসঙ্গ ২০০৯