কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
সুর - পন্ডিত বলরাম দাস
সাথে তো যাবে না কিছু ওরে মন
তবে বোঝাটি বাড়িয়ে কেন মরিছ এমন।।
সঞ্চয় করিছ যাহা
পিছে পড়ে রবে তাহা
কেন তবে বৃথা কর্মে কাটাও জীবন
তার চেয়ে যদি তাঁরে বাঁধিতে প্রেমের ডোরে
সবারে রাখিতে যে গো জাগে অনুক্ষণ।।
তাঁর পায়ে আপনারে
সঁপে দিয়েএকেবারে
আশ্রয় করে নিতে রাতুল চরণ
থাকিত না ভবভয়, সব দুঃখ করি জয়
মহাজীবনের পথে হ'ত উত্তরণ।।
সুর - পন্ডিত বলরাম দাস
সাথে তো যাবে না কিছু ওরে মন
তবে বোঝাটি বাড়িয়ে কেন মরিছ এমন।।
সঞ্চয় করিছ যাহা
পিছে পড়ে রবে তাহা
কেন তবে বৃথা কর্মে কাটাও জীবন
তার চেয়ে যদি তাঁরে বাঁধিতে প্রেমের ডোরে
সবারে রাখিতে যে গো জাগে অনুক্ষণ।।
তাঁর পায়ে আপনারে
সঁপে দিয়েএকেবারে
আশ্রয় করে নিতে রাতুল চরণ
থাকিত না ভবভয়, সব দুঃখ করি জয়
মহাজীবনের পথে হ'ত উত্তরণ।।