কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
সুর - পন্ডিত বলরাম দাস
তোমাকে যখন মনে পড়ে
ধরা মনে হয় জনহীন
প্রভু তুমি আছ আর আমি আছি
বাকী সব তোমাতে বিলীন।।
কি যাদু যে করেছ আমায়
তোমাকেই ভেবে ভেবে হায়
কোথা হতে বেলা বয়ে যায়
তুমি আছ, তুমি যে গো আছ
তাই মনে বাজে চিরদিন।।
বুঝি না এ কেমন খেলা!
সুন্দর নিয়ে আমাকে
খেলিছ সারাটি বেলা।
আজ আকাশ বাতাস ছায়া আলো
সব কিছু লাগে গো ভালো।
প্রভু তোমার হাসির দোলাতে
আজ ত্রিভুবন হল অমলিন।।
সুর - পন্ডিত বলরাম দাস
তোমাকে যখন মনে পড়ে
ধরা মনে হয় জনহীন
প্রভু তুমি আছ আর আমি আছি
বাকী সব তোমাতে বিলীন।।
কি যাদু যে করেছ আমায়
তোমাকেই ভেবে ভেবে হায়
কোথা হতে বেলা বয়ে যায়
তুমি আছ, তুমি যে গো আছ
তাই মনে বাজে চিরদিন।।
বুঝি না এ কেমন খেলা!
সুন্দর নিয়ে আমাকে
খেলিছ সারাটি বেলা।
আজ আকাশ বাতাস ছায়া আলো
সব কিছু লাগে গো ভালো।
প্রভু তোমার হাসির দোলাতে
আজ ত্রিভুবন হল অমলিন।।