কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
সুর - পন্ডিত বলরাম দাস
তোমার কথাই বলে যারা
তোমায় মানে না
তোমায় পাওয়ার আনন্দ কী
তাই তো জানে না।।
ওরা চিনির বোঝা বহন করে
বুঝবে সোয়াদ কেমন করে
ওরা একটু যদি মুখে দিত
রসটি হত জানা।।
তোমার ধ্যানে নীরবতা
কেমন সুখের জানে না তা
প্রেমের কী যে মাধুর্যতা
প্রেমের কী যে মাধুর্য তা কিছুই বোঝে না।।
ভক্তি প্রাণে না রয় যদি
শুধু কথায় কী বা হবে
সেই কথাটাই সহজ করে
কেউ বোঝে না ভবে (রে মন)।
তোমায় ভালবাসলে প্রাণে
বাঁধনছেঁড়া শান্তি আনে
নিত্য তোমায় সেবা বিনা
তৃষ্ণা কমে না।।
সুর - পন্ডিত বলরাম দাস
তোমার কথাই বলে যারা
তোমায় মানে না
তোমায় পাওয়ার আনন্দ কী
তাই তো জানে না।।
ওরা চিনির বোঝা বহন করে
বুঝবে সোয়াদ কেমন করে
ওরা একটু যদি মুখে দিত
রসটি হত জানা।।
তোমার ধ্যানে নীরবতা
কেমন সুখের জানে না তা
প্রেমের কী যে মাধুর্যতা
প্রেমের কী যে মাধুর্য তা কিছুই বোঝে না।।
ভক্তি প্রাণে না রয় যদি
শুধু কথায় কী বা হবে
সেই কথাটাই সহজ করে
কেউ বোঝে না ভবে (রে মন)।
তোমায় ভালবাসলে প্রাণে
বাঁধনছেঁড়া শান্তি আনে
নিত্য তোমায় সেবা বিনা
তৃষ্ণা কমে না।।