Pages

তোমার আঁখির নীল

কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
সুর - পন্ডিত বলরাম দাস

তোমার আঁখির নীল মনে হয় তার
গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনার।
ওই অপরূপ নয়নে তোমার,
ব্যথাহরা নয়নে তোমার।।

ওখানে সাগর দেখি, কখনও আবার মনে হয়
অসীম আকাশ আছে বুঝি সেথা হয়ে একাকার।
ওই আলো ঝরা নয়নে তোমার,
ব্যথাহরা নয়নে তোমার।।

কখনও বা ভাবি মনে সুদূরের সন্ধানে,
বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল আঁধার।
মিশে যেতে নয়নে তোমার,
ওই ব্যথাহরা নয়নে তোমার।।

মোর প্রেম, ভালবাসা, স্বপন, মধুর আশা
মিলনের গান আর বিরহের বিপুল পাথার,
দয়াল তোমার চোখে দেখি যে গো সব একাকার।
সেথা যে গো সব একাকার,
ওই ব্যথাহরা নয়নে তোমার।।