কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
সুর - পন্ডিত বলরাম দাস
ত্রাসতারণ নবঘন পরমানন্দ পতিতপাবন
পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে।
জগন্নাথ স্বামী, পুরুষোত্তম ঈশ্বর
স্বরাট বিরাট নাথ বিভু হে।।
বৈশিষ্ট্যপালী জীবোদ্ধারী শুভদ সুন্দর
আপূরয়মান কল্যাণজ্যোতি দিব্য মনোহর।
প্রীতিপ্রসূন ধৃতিধারক লোকত্রাতা হে
চিরোজ্জ্বল সুগম্ভীর বিশ্বপিতা হে।।
পরমপ্রেমময় প্রভু পরমেশ
জীবজগত ধারক প্রাণেশ
চিরত্রাতা, মুক্তিদাতা যোগী যোগেশ
আত্মমগন মঙ্গলময় সমদর্শী হে।।
করুণাঘন সর্বব্যাপী আদি কারণ
পরিত্রাতা প্রাণপালী সত্তা সদন
নামস্বরূপ পরমপিতা পরমদাতা হে
অযুত প্রণতি পদপ্রান্তে জগদীশ হে।।
সুর - পন্ডিত বলরাম দাস
ত্রাসতারণ নবঘন পরমানন্দ পতিতপাবন
পালক প্রভু জ্যোতির্ময় প্রকট ব্রহ্ম হে।
জগন্নাথ স্বামী, পুরুষোত্তম ঈশ্বর
স্বরাট বিরাট নাথ বিভু হে।।
বৈশিষ্ট্যপালী জীবোদ্ধারী শুভদ সুন্দর
আপূরয়মান কল্যাণজ্যোতি দিব্য মনোহর।
প্রীতিপ্রসূন ধৃতিধারক লোকত্রাতা হে
চিরোজ্জ্বল সুগম্ভীর বিশ্বপিতা হে।।
পরমপ্রেমময় প্রভু পরমেশ
জীবজগত ধারক প্রাণেশ
চিরত্রাতা, মুক্তিদাতা যোগী যোগেশ
আত্মমগন মঙ্গলময় সমদর্শী হে।।
করুণাঘন সর্বব্যাপী আদি কারণ
পরিত্রাতা প্রাণপালী সত্তা সদন
নামস্বরূপ পরমপিতা পরমদাতা হে
অযুত প্রণতি পদপ্রান্তে জগদীশ হে।।