Pages

সংসার মায়ার বিষে

কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
সুর - পূজনীয় অংশুমান চক্রবর্তী


সংসার মায়ার বিষে দহিছে যে কায়
তুমি বিনা কে দেবে গো শান্তির উপায়
দয়াময়, ওগো প্রেমময়।।

একেলা রয়েছি নাথ হায় ভুবনে
জানি না কেমনে যাব তব পথ চিনে
ওগো প্রিয় কও কবে পাব গো তোমায়
তুমি বিনা কে দেবে গো শান্তির উপায়।।

তোমার বিরহে সহি অনেক বেদনা
দীনহীন আমি নাই বিবেক চেতনা
কুসঙ্গে জনম গেল বিফলে যে হায়
তুমি বিনা কে দেবে গো শান্তির উপায়।।