কথা - পরমপূজ্যপাদ আচার্যদেব শ্রীশ্রীদাদা
তোরা সব জয়ধ্বনি কর।
তাঁর চরণছোঁয়া পড়ল ধয়ায় উঠল যে রে সুখের ঝড়।।
শ্রান্ত ক্লান্ত কারা আছিস ভাগ্যহারা কোন জনে?
সকল আঁধার যাবে কেটে তাঁহার নামের গুঞ্জনে।
আয় ছুটে সকল জনে পড় লুটিয়ে তাঁর চরণে
সাহস পাবি, শক্তি পাবি ধর দয়ালের চরণ ধর।।
এমন দরদ কোথায় পাবি, আছে এমন কোনখানে?
তাঁহার প্রেমের বার্তা শুধুই যে পেয়েছে সেই জানে।
আর কত কাল ছুটবি তোরা মরীচিকার সন্ধানে?
এবার প্রভুর শরণ নে না, তাঁর পায়েতে লুটিয়ে পড়।।
পূর্ণ তিনি, পুর্ণ করে দেনই জানিস সব জনে
স্রোতল ধারায় জীবন চালান, পুণ্য ফোটে সবখানে।
সাহসী হ' বীরের মত আয় ছুটে তাঁর আহ্বানে
শান্তি, স্বস্তি উঠুক জেগে পরম প্রজ্ঞা আর জ্ঞানে।
পরম আপন কর দয়ালে, তাঁর চরণে লুটিয়ে পড়
বুকের মাঝে ভক্তি মাতন তুলুক তোদের রুদ্রঝড়।।
১লা সেপ্টেম্বর সৎসঙ্গ
তোরা সব জয়ধ্বনি কর।
তাঁর চরণছোঁয়া পড়ল ধয়ায় উঠল যে রে সুখের ঝড়।।
শ্রান্ত ক্লান্ত কারা আছিস ভাগ্যহারা কোন জনে?
সকল আঁধার যাবে কেটে তাঁহার নামের গুঞ্জনে।
আয় ছুটে সকল জনে পড় লুটিয়ে তাঁর চরণে
সাহস পাবি, শক্তি পাবি ধর দয়ালের চরণ ধর।।
এমন দরদ কোথায় পাবি, আছে এমন কোনখানে?
তাঁহার প্রেমের বার্তা শুধুই যে পেয়েছে সেই জানে।
আর কত কাল ছুটবি তোরা মরীচিকার সন্ধানে?
এবার প্রভুর শরণ নে না, তাঁর পায়েতে লুটিয়ে পড়।।
পূর্ণ তিনি, পুর্ণ করে দেনই জানিস সব জনে
স্রোতল ধারায় জীবন চালান, পুণ্য ফোটে সবখানে।
সাহসী হ' বীরের মত আয় ছুটে তাঁর আহ্বানে
শান্তি, স্বস্তি উঠুক জেগে পরম প্রজ্ঞা আর জ্ঞানে।
পরম আপন কর দয়ালে, তাঁর চরণে লুটিয়ে পড়
বুকের মাঝে ভক্তি মাতন তুলুক তোদের রুদ্রঝড়।।
১লা সেপ্টেম্বর সৎসঙ্গ