কথা - শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
সুর - শ্রী নিখিল ঘটক
সুর - শ্রী নিখিল ঘটক
পরমেশ কে বা জানে মহিমা তোমার
ঐ যে কুসুমগণ দুলতেছে অনুক্ষণ
ঐ যে বিহঙ্গকুল রূপে যার নাহি তুল
নেচে নেচে গাহিতেছে করুণা তোমার।।
ঐ যে কুসুমগণ দুলতেছে অনুক্ষণ
ঐ যে বিহঙ্গকুল রূপে যার নাহি তুল
নেচে নেচে গাহিতেছে করুণা তোমার।।
ঐ হের কল্লোলিনী কুল কুল প্রবাহিণী
কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার।।
কুলু শব্দে প্রক্ষালিছে চরণ তোমার।।
জগতের যত প্রাণী তোমারে ঈশ্বর মানি
নমিতেছে সদা তারা চরণে তোমার।।